ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিশ্বে কোভিডে মৃত্যু ও শনাক্ত কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৭ মার্চ ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন। এর আগে রোববার ৫ হাজার ৬৩৭ জনের মৃত্যু এবং ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছিলো।

সোমবার (৭ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৪ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ১৯ হাজার ১৮৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬১৩ জন এবং মারা গেছেন ১৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৪৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ৮৬৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯০৩ জন এবং মারা গেছেন ১৮৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ২১৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৬১ জন। ভারতে মারা গেছেন ৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২৪ জন।

এছাড়া তুরস্কে ১৭০ জন, ইতালিতে ১০৫ জন, ইন্দোনেশিয়ায় ২৫৪ জন, ফ্রান্সে ৩২ জন, চিলিতে ১২২ জন, আর্জেন্টিনায় ৬০ জন, ইরানে ২০১ জন, জাপানে ১৮৫ জন, রোমানিয়ায় ২৯ জন, ফিলিপাইনে ১৪৪ জন, মেক্সিকোতে ২২০ জন এবং পেরুতে ১১৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি