ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৭ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তদের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে এবং মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তকরণে ২০ হাজার ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০ জনের। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.৩৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ নিয়ে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জনে দাঁড়িয়েছে বলেই জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি