ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোভিডে আরও তিন জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১০ মার্চ ২০২২

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ৩২৭ জন।    

স্বাস্থ্য অধিদফতর আজ বৃজস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৯১ শতাংশ, যা গতকাল ছিল এক দশমিক ৯৭ শতাংশ।

অধিদফতর বলছে, শনাক্ত হওয়া ৩২৭ জনকে নিয়ে দেশে কোভিডে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন আর মারা যাওয়া তিন জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট মারা গেলেন ২৯ হাজার ১০০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৯ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৫ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৯৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ হাজার ৩৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯০ লাখ ৫২ হাজার ৭৪৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৪৭ হাজার ৬৩৮টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে মোট রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ২০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই পুরুষ। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের দুই জন আর ৭১ থেকে ৮০ বছরের একজন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি