ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১২ মার্চ ২০২২

করোনা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ক্যাম্পাইনের মাধ্যমে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় শনিবার উত্তরার প্রায় সাড়ে তিন হাজার মানুষকে দেয়া হয় করোনার দ্বিতীয় ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় ২৭ মার্চ পর্যন্ত চলবে এই টিকা প্রদান কার্যক্রম। 

শনিবারে কার্যক্রমের প্রথম দিনে সিনোভ্যাকের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। প্রথম ডোজ টিকা গ্রহণের সময় তাৎক্ষণিকভাবে করা রেজিস্ট্রেশন ফরমের কপি দেখে দেয়া হয় দ্বিতীয় ডোজ টিকা। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেয়া হয় টিকা।

দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রমের উদ্বোধনী দিনে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রোগ্রাম অফিসার ডা. মাহমুদা আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোভিড-১৯ কার্যক্রমের অপারেশন কো-অর্ডিনেটর রেজওয়ান নবীন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরের সভাপতি মোহাম্মদ আলী। 

এসময় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদানের উপরে বিশেষভাবে জোর দেয়া হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় বিশেষ এ কর্মসূচির পরও যদি উত্তরার কেউ টিকা না পেয়ে থাকেন তাদেরকে আসন্ন রমজানের ঈদের আগেই টিকার আওতায় আনা হবে।” 

এদিকে সোসাইটির কোভিড-১৯ কার্যক্রমের অপারেশন কো-অর্ডিনেটর রেজওয়ান নবীন জানান, “রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় পুরো ঢাকার ত্রিশ হাজারের মত ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। আজ শুধু উত্তরার ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা দেয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর, সিদ্ধেশ্বরী, নিউমার্কেট, যাত্রাবাড়ি ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে মাসব্যাপী এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত ১শ জন ভ্যাক্সিনেটর এবং ২শ জন দক্ষ স্বেচ্ছাসেবক। 

উল্লেখ্য, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে করোনা টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গেলো ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দিতে বিশেষ এই ক্যাম্পেইন শুরু হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি