ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চীনে আবার বেড়েছে সংক্রমণ, শেনহেন শহরে লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১৫ মার্চ ২০২২

২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে কোথাও কোথাও তিনগুণ হয়েছে৷ গত দুই বছরে দৈনিক সংক্রমণ এত বেশি বাড়তে দেখেনি চীন৷  দ্রুত লকডাউনের আওতায় নেয়া হয়েছে একটি অঞ্চল৷

করোনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' নীতি চীনের৷ বিশ্বে প্রথম সেই দেশে কোভিড-১৯-এর সংক্রমণ ধরা পড়ার পরই এই নীতি ঘোষণা করেছিল সরকার৷ ফলে একটা সময় স্বস্তি ফিরতে শুরু করে পুরো দেশে৷ তবে হঠাৎ আবার দুশ্চিন্তা বাড়ানোর তথ্য আসছে৷

দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ এক দিনে ১৮০৭ জনের লক্ষণযুক্ত (সিম্পটোমেটিক) সংক্রমণ৷ আগের দিনের ৪৭৬ জনের তুলনায় প্রায় তিনগুণ বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে চীনের স্বাস্থ্য বিভাগ৷

আগের দিন কোনো লক্ষণ নেই বলে ‘অ্যাসিম্পটোমেটিক' হিসেবে চিহ্নিত করা ১১৪ জনের দেহে পরের দিনই করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় করোনার দ্রুত বিস্তারের আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷

এবং তাতে সংকট আবার চরমের দিকে যেতে পারে বলেও মনে করা হচ্ছে৷ সে কারণে দুটি জরুরি ব্যবস্থাও নেয়া হয়েছে দ্রুত৷

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনহেনকে নেয়া হয়েছে লকডাউনের আওতায়৷ হুয়াই এবং টেনসেন্ট-এর মতো টেক জায়ান্টদের শহরে ৬৬ জনের দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছিল৷ এক কোটি ৭০ লাখ মানুষের শহরে ৬৬ খুব বড় কোনো সংখ্যা নয়৷ তারপরও সংক্রমণ তাড়াতাড়ি ছড়ানোর আশঙ্কা রোধে কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ৷

এছাড়া দেশের সব নাগরিককে ‘টেস্ট-কিট' কিনে করোনা-পরীক্ষা করার অনুমতিও দেয়া হয়েছে৷ এতদিন এই সুযোগ কারো ছিল না৷ সবাইকে ডাক্তারের কাছে গিয়েই পরীক্ষা করাতে হতো৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি