ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তিন মাস পর কোভিডে মৃত্যু শূন্য দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৫ মার্চ ২০২২

করোনাভাইরাসে তিন মাস পর একদিনে প্রথম মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ৯ ডিসেম্বর কোভিডে মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন শনাক্ত হয়েছে ২১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে ২১৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৯টি। এখন পর্যন্ত এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৫ দশমিক ৬১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি