ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

একদিন পর আবারও মৃত্যু দেখল দেশ, শনাক্ত ৮২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ২০ মার্চ ২০২২ | আপডেট: ১৮:১৮, ২০ মার্চ ২০২২

একদিন বিরতির পর আবারও মৃত্যু দেখল দেশ। শনিবার কারো মৃত্যু না হলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। যা নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮২ জন।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন। আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ০৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৮৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে দশমিক ৯০ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬২ জন। শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৮ শতাংশ। আজ এই জেলায় মারা গেছেন ১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগেও মারা গেছেন ১ জন করে। 

এদিকে, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। যা নিয়ে দেশে কোভিড-১৯ থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি