ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আজও কোনো মৃত্যুর খবর আসেনি। তবে রোগী শনাক্ত হয়েছেন ১১৬ জন। এখন পর্যন্ত মোট ২৯ হাজার ১১৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন। 

সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। কোভিড থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন। 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯২৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৯৯টি। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

অধিদফতর জানায়, এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৫ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি