ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কোভিড: জার্মানিতে সংক্রমণ বেশি, দ. কোরিয়ায় মৃত্যু বেশি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১২ এপ্রিল ২০২২

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২১ জনের এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৮৫ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৮ হাজার ২৩০ জন। 

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে সোমবার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে এবং কোভিডজনিত অসুস্থতায় এই দিন সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

সোমবার জার্মানিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৬৩৯ জন, তবে দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় কারো মৃত্যু হয়নি।

অন্যদিকে, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সোমবার দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৫৮ জনের, যা ছিল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এই দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন।

বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬৮৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৪ হাজার ৯২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৪০২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৫ হাজার ৫৫২ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ২৪৬ জন।

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি