ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কমেছে কোভিড শনাক্ত, মৃত্যু নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১২ এপ্রিল ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। কোভিড আক্রান্তের সংখ্যাও কমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর দিকেই একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। ২০২০ সালের ৫ এপ্রিল ১৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছিল। 

মঙ্গলবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৬ হাজারের মত নমুনা পরীক্ষা করে ২২ জনের কোভিড শনাক্ত হয়।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৭১ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়েছেন আরও ৩৭৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৮৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।

অধিদপ্তর জানায়, এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ১৩১ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৪ জন রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি