ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কোভিড: ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত বৃদ্ধি ৯০ শতাংশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৮ এপ্রিল ২০২২

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজার ১৮৩ জন। যা রোববারের তুলনায় ৯০ শতাংশ বেশি। রোববার করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ছিল ১,১৫০।

২০ ফেব্রুয়ারির পর দেশটির রাজধানী দিল্লিতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে।

কোভিড বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।

সোমবার দৈনিক সংক্রমণের হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ০.৮৩ শতাংশ। বর্তমানে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৫৪২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, কেরালায় সক্রিয় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯৪০)। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জন কেরালার।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি