ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২৪ এপ্রিল ২০২২ | আপডেট: ০৯:২২, ২৪ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৬২ লাখ ৪১ হাজার। আক্রান্তের সঙ্গে আবারও পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  এপর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ৬২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৬ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৬০৫ জন।

তবে বিশ্বজুড়ে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে প্রায় দেড় হাজারে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৫ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ১৮ হাজার ৩১৬ জনের।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি