ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্বে করোনাভাইরাসের তীব্রতা কমে আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৫ এপ্রিল ২০২২

বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৮ জন। আর এ রোগে মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। এছাড়া এই দিন সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ২২ হাজার ১৬ জন। করোনাভাইরাস সম্পর্কিত সকল তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এমনটাই জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্স বলছে, বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৮৪১ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৩৮৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৫৫৮ জন।

রোববার সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া, আর কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে রাশিয়ায়। দক্ষিণ কোরিয়ায় এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৭২৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৯ জনের।

একই দিন রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১৬৮ জনের, আর করোনা পজিটিভি হিসেবে সেখানে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৪৬ জন।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৭৩৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৪৩ হাজার ১৯৯ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৬ কোটি ২২ লাখ ৭৩৬ জন।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি