ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মৃত্যুহীন আরেকটি দিন, শনাক্ত ২৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৭ এপ্রিল ২০২২

দেশে গত এক দিনে আরও ২৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; টানা সপ্তম দিনের মত করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার নমুনা পরীক্ষা করে এই ২৩ জনের কোভিড শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৩৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ৪১ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও সুস্থ হননি।

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের। তাদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ফরিদপুরে একজন, গাজীপুর জেলায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া ময়মনসিংহ জেলায় দুইজন, মেহেরপুর জেলায় একজন এবং সিলেট জেলায় দুজন রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি