ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টানা ৯ম দিন মৃত্যুহীন, তবে বাড়ল শনাক্তের হার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৯ এপ্রিল ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে টানা নবম দিন মৃত্যুহীন কাটাল বাংলাদেশ। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। 

তবে গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের থেকে ১১ জন বেশি। বৃহস্পতিবার দেশে ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন। 

শুক্রবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময়ে সুস্থ হয়েছেন ৩২৬ জন করোনা রোগী। যা নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসের তথ্য সংক্রান্ত ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১২ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৬ হাজার ৮৪২ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৯৭০ জন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি