ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে কোভিড আক্রান্ত আরও পৌনে ৬ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৭১ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জন। 

গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯২ জনের। ফলে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনের।

বৃহস্পতিবার (১২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২২৭ জনের। 

যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৭৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ১২ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৭ জন।

ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ২৪৯ জন এবং মৃত ১১৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১০২ জন এবং মৃত্যু ৯৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৩ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ২৯ জন। ফ্রান্সে মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৪০ হাজার ২৯৯ জন। ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৩৯৮ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫১ জন এবং আক্রান্ত ৫৭ হাজার ৮৮ জন।

কানাডায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ৫২ জন। গ্রিসে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ২৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি