ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ায় লকডাউনের চতুর্থ দিনে মৃত্যু আরও ১৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৫ মে ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রাদুর্ভাবের খবর নিশ্চিত করার পর তা রুখতে দেশব্যাপী দেওয়া লকডাউনের চতুর্থ দিন শুরু হতে না হতেই আরও ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে রোববার (১৫ মে) সকাল পর্যন্ত তারা মোট ৪২ জনের মৃত্যুর খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ‘ত্বরিত রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থা’ নেওয়ার কথা জানালেও পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের টিকা সহায়তা নেবে এমন কোনো ইঙ্গিত মেলেনি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর আগে কোভিড-১৯ এর বিস্তৃতি তার দেশকে ‘মহা গোলযোগে’ ফেলেছে বলে মন্তব্য করেছিলেন এবং প্রাদুর্ভাব থেকে বেরিয়ে আসতে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছিলেন।

কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো আরও মহামারী প্রতিরোধ পোস্ট বসাচ্ছে, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জরুরি ভিত্তিতে মেডিকেল সরবরাহ পাঠানো হচ্ছে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে থাকা ওষুধ দান করছেন।

শনিবার রাতে কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে জ্বরের চিকিৎসাপদ্ধতি দেখানো হয়েছে। কিমানিউ হাসপাতালের এক চিকিৎসক লবন পানিতে কুলকুচা করার পরামর্শ দিয়েছেন। শরীরের তাপমাত্রা বেশি হলে, মাথাব্যথা এবং পেশি ও শরীরের বিভিন্ন সংযোগস্থলে ব্যাথা থাকলে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতিও অনুসরণ করতে বলেছেন তিনি।   

নতুন ২ লাখ ৯৬ হাজার ১৮০ জনসহ রোববার পর্যন্ত উত্তর কোরিয়ায় জ্বরের লক্ষণযুক্ত মোট ৮ লাখ ২০ হাজার সম্ভাব্য রোগী পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় এ সংবাদমাধ্যমটি; এদের মধ্যে এখন তিন লাখ ২৪ হাজার ৫৫০ জনের চিকিৎসা চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি