ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মৃত্যু নেই, শনাক্ত ৩২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১৭ মে ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৭ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়। আর কোভিডে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। 

মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। শনাক্তের হার দশমিক ৭৫ শতাংশ। আগের দিন ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৭ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৮৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার দশমিক ৮৮ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৭১ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৮ শতাংশ।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি