ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড-এ আরও ৩০ জন শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২৫ মে ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে ৩০ জনের দেহে নতুন করে কোভিড শনাক্ত হয়েছে।

বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষা করে এই ৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩৪ জন রোগী শনাক্তের খবর এসেছিল। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৯ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ৬০০ জন সেরে উঠলেন।

জানানো হয়, নতুন শনাক্ত ৩০ রোগীর মধ্যে ১৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া নেত্রকোণায় তিনজন, গাজীপুর ও কক্সবাজারের দুইজন করে মোট চারজন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার একজন করে রোগী শনাক্ত হয়েছে।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি