ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ল সংক্রমণ, শনাক্ত ২৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

এক দিন পর দেশে বাড়ল কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন কোভিডে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

যাদের মধ্যে ২৩ জনই ঢাকার বাসিন্দা। বাকি ৬ জনের মধ্যে ২ জন করে মোট ৪ জন ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার এবং ১ জন করে কক্সবাজার ও কুষ্টিয়া জেলার। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৪২ শতাংশ।

এদিকে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন সেরে উঠলেন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮২ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬২ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৩ কোটি ৮ লাখ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি