ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

কোভিডে নতুন শনাক্ত ৩১ জন, মৃত্যু নেই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ৪ জুন ২০২২

গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জন।

নতুন শনাক্তদের ২৯ জনই ঢাকার বাসিন্দা। বাকি ২ জনের মধ্যে একজন কক্সবাজার এবং একজন দিনাজপুরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করে এই ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন কোভিডে ২৯ জন শনাক্ত হয়েছিল।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬০ শতাংশ ছিল।

তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭১ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৩ হাজার ৭৫১ জন এই ভাইরাস থেকে সেরে উঠেছেন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬২ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ কোটি ১৪ লাখ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি