ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিডে আক্রান্ত আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ১১ জুন ২০২২

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।   তবে তার তেমন কোনো জটিলতা নেই বলে জানা গেছে।

শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রীর করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া মন্ত্রীর অন্য কোনো জটিলতা নেই বলে জানান রেজাউল করিম।

এ কর্মকর্তা আরও জানান, মন্ত্রী তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি