বেড়েই চলেছে করোনা সংক্রমণ, শনাক্ত ১৬২
প্রকাশিত : ১৮:৫০, ১৪ জুন ২০২২
মৃত্যুহীন ১৬ দিন অতিবাহিত হলেও দেশে জুনের শুরু থেকেই বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। যা রোববার একশ ছাড়িয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১৬২ জনের দেহে।
গত ১ জুন ২২ জন শনাক্তের পর ২ জুন ২৯, ৩ জুন ৩১ জন, ৪ জুন ৩৪ জন, ৫ জুন ৪৩ জন, ৬ জুন ৫১ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১, ১২ জুন ১০৯, ১৩ জুন ১২৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো।
মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্ত ১৬২ জনের মধ্যে ১৪৯ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে চট্টগ্রামে ৪ জন; নারায়ণগঞ্জে ২ জন; গাজীপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া ও বরিশালে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
এনএস//