ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দৈনিক শনাক্ত হাজার ছাড়াল, একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২২ জুন ২০২২

দেশে এক দিনে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।  এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। চার মাস পর দেশে দৈনিক শনাক্ত হাজার ছাড়াল। 

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। 

আগের দিন এই হার ছিল ১১ দশমিক ০৩। শনাক্ত হয়েছিল ৮৭৪ জনের।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত কোভিডে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৪ জনে।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন। 

নতুন শনাক্তের ১ হাজার ৮০ জনই ঢাকা বিভাগের। এর মধ্যে ১ হাজার ৬৯ জন মহানগরসহ ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা ৮, বরিশালে ৬, রাজশাহী ৪, সিলেট ৩ ও ময়মনসিংহ বিভাগে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি