ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২৩ জুন ২০২২ | আপডেট: ১৮:০০, ২৩ জুন ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ১ হাজার ১৩৫ জন।

তবে কোভিড আক্রান্ত হয়ে একজন মারা গেছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন, শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ। এ দিন সুস্থ হয়েছেন ১২৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি নারী এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২১৮ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৫৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি