ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুই জনের মৃত্যু, শনাক্ত ১৬৮০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২৬ জুন ২০২২

দেশে করোনা ভাইরাসের প্রকোপ ফের উর্ধ্বমুখি। গত ২৪ ঘণ্টায় কোভিডে ২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮০ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১ হাজার ২৮৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪০ জন এবং মোট শনাক্ত ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জন।

রবিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অধিদফতর থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৯২ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। মৃত্যুবরণকারীদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন। তারা দুজনই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি