ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৮৯৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২৮ জুন ২০২২

মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৫৪ জনে।

এদিকে, এ সময়ে নতুন করে ১,৮৯৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৫৮ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন বিদেশ থেকে সংক্রমিত হয়েছেন, আর দেশে সংক্রমিত হয়েছেন ১,৮৮৮ জন। 

মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সময়ে ১,৯৪৪ জন করোনামুক্ত হয়েছেন। যা নিয়ে মোট করোনামুক্ত হয়েছেন ৪৪ লাখ ৯৪ হাজার ৭১১ জন।

বর্তমানে ২৮ হাজার ৯৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩৪ জন ইনটেনসিভ কেয়ারে এবং ২০ জনকে শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন সহায়তা দেয়া হচ্ছে।

দেশটিতে সোমবার ৩ হাজার ৪৪৭ জনকে কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে। দেশটির ৮৫.৯ শতাংশ লোক ভ্যাকসিনের প্রথম ডোজ, ৮৩.৫ শতাংশ দুই ডোজ এবং ৪৯.৪ শতাংশ লোক বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি