ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা (ভিডিও)

রাসেল খান

প্রকাশিত : ২২:০০, ২ জুলাই ২০২২

ফের বাড়ছে করোনার সংক্রমণ। কিন্তু মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিরোধ ও জনসচেতনতায় ছয় দফা নির্দেশনা জারি করলেও বাস্তবায়নে মাঠে নেই প্রশাসন। 

গেল কয়েকদিনে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। চতুর্থ দফায় সংক্রমণের উর্ধ্বমূখী হারে বেশ উদ্বেগে সরকার।

নো মাস্ক নো সার্ভিস- নীতি প্রয়োগ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম বর্জনসহ দোকান, শপিংমল, বাজারে সবাইকে মাস্ক পরতে হবে, অন্যথায় শাস্তির আওতায় আনা হবে- এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

তবে, রাজধানীর শপিংমল কিংবা বিপণি-বিতানের চিত্রই বলে দিচ্ছে, এসব নির্দেশনা এবার কার্যকরী হচ্ছে না। ক্রেতা-বিক্রেতা কারোরই মুখে নেই মাস্ক। হাতে, কানে বা বুক পকেটে রেখেই দিব্বি ঘুরছেন অনেকে। 

আছে নানা অজুহাতও। ক্যামেরা দেখে আবার কেউ কেউ এড়িয়ে যাচ্ছেন।

গণপরিবহন ও জনসমাগম এলাকার চিত্রও একই। করোনার সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসায় মাস্ক পরার অভ্যাস থেকে সরে যাওয়ার পক্ষে যুক্তি অনেকের।

এদিকে, স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন মাঠে থাকার কথা বলা হলেও দেখা যায়নি কাউকে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি