ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোভিড: শনাক্ত হাজার ছাড়াল, মৃত্যু আরও ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৩ জুলাই ২০২২ | আপডেট: ১৮:১৫, ১৩ জুলাই ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে পাঁচজন। 

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২১৭ জনে। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।

বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে মঙ্গলবার (১২ জুলাই) কোভিডে মারা যান ৯ জন এবং শনাক্ত ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চার জন ঢাকার এবং অপরজন রংপুরে। তাদের মধ্যে চার জন পুরুষ ও এক জন নারী।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি