ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে নোভাভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারের অনুমতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সে দেশের ১৮ বা তদুর্দ্ধ ব্যক্তিদের কোভিড-১৯ এর ভ্যাকসিন নোভাভ্যাক্স ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে মহামারি করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে আরও একটি নতুন মাত্রা যোগ হলো।

আমেরিকান কোম্পানির উৎপাদিত এই ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহার হচ্ছে। কোভিড-১৯ নিয়ন্ত্রণে এনিয়ে যুক্তরাষ্ট্রে তিনটি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেল। এর আগে যুক্তরাষ্ট্রে মাত্র দু’টি ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রনে অনুমোদন পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রশন’র কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্কদের অনেকেই প্রাণঘাতি কোভিড-১৯ এর কোনো ভ্যাকসিনই গ্রহণ করেনি, তাদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স ভ্যাাকসিনের অনুমোদন দেয়া হলো। তাছাড়া, এই ভ্যাকসিনের নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদন দেয়া হলো।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কয়েক হাজার কোভিড-১৯ রোগির উপর ক্লিনিক্যালি ট্রায়ালে এই ভ্যাকসিনের ৯০ শতাংশ সুফল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি