ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

একদিনে মৃত্যু ২, শনাক্ত ১০৫১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ১৫ জুলাই ২০২২ | আপডেট: ১৭:২৬, ১৫ জুলাই ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে, নতুন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে ১০৫১ জন।

শুক্রবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। 

অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ১১ দশমিক ৮৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৭ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। আর নতুন শনাক্ত ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার মধ্যে অবস্থিত।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি