ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কোভিড: মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৭ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৫৮, ১৭ আগস্ট ২০২২

করোনাভাইরাসে আজও মৃত্যুশূন্য দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ২১২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। 

বুধবার (১৭আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষায়  ২১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। 

এর আগে গতকাল মঙ্গলবারও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ওই সময়ে ৯৩ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৫ জন। শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৮ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৪৩৪ জন হয়েছে। আর মৃত্যুর মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩১৪ জন রয়েছে।

একই সময়ে ৫৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি