ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭৩, মৃত্যু নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২১ আগস্ট ২০২২

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ১৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে। 

তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনেই অপরিবর্তিত থাকল।

রোববার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে শনিবার (২০ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে করোনা শনাক্ত হয় ১০০ জনের।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি