ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিড: ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৭৫ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২৩ আগস্ট ২০২২

দেশে করোনাভাইরাসে গত একদিনে সারাদেশে ১৭৫ নতুন রোগী শনাক্ত হয়েছে; এ সময় মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৫ শতাংশে। আগের দিন এই হার ৩ দশমিক ১৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১০ হাজার ৩২৩ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি