ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত কমে ১৭২, মৃত্যু নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে ১৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ০৮ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ ছিল।

সোমবার দেশে ২৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, ওই সময়ে কারও মৃত্যুর খবর আসেনি। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৬২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি