ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আরও দুই জনের মৃত্যু, শনাক্ত ২১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। কোভিড শনাক্ত হয়েছে ২১৬ জনের। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা যায়। 

অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করে এই ২১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৫ দশমিক ২ শতাংশ ছিল।

বুধবার দেশে ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ১ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ১৬২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩২৫ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন কোভিড রোগী সেরে ওঠেছে। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি