ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কোভিড: বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫ লাখের বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১৫ সেপ্টেম্বর ২০২২

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৪৬৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৯৬৯ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ১১ জনে।

এসময় সেরে উঠেছেন ছয় লাখ ৪০ হাজার ৩৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ১৮৭ জন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে জাপানকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে এসময়ে ৩১৪ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৩৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৭৭ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ১৬ জন।

শনাক্তের দিক থেকে চতুর্থ এবং মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে আরও ১২২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩০০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার ১৭৯ জন এবং সংক্রমিত ৩ কোটি ৪৬ লাখ ২ হাজার ৬৬২ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি