ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৯ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। গতকার করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আজ নতুন শনাক্ত ৪০৯ জনসহ দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগের, ৯ জন ময়মনসিংহ বিভাগের, ২৭ জন চট্টগ্রাম বিভাগের, ২৭ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১১ জন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৬৫১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি