ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মঙ্গলবার জেলা-উপজেলায় শিশুদের করোনা টিকাদান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ১০ অক্টোবর ২০২২ | আপডেট: ২১:৩৪, ১০ অক্টোবর ২০২২

জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এই কর্মসূচি ১২ দিন চলবে। এরপর একদিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকা কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার  (১০ অক্টোবর)  করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিবের সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।  শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনিটি টিকা দেওয়া হবে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আগামীকাল থেকে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই টিকার দুই ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। এদিন শিশুদের স্কুলকেন্দ্রিক ভ্যাকসিনেশন শুরু হবে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি