ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কোভিড: বিশ্বে আরও ১,১৬৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২০ অক্টোবর ২০২২

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮২৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১৫ হাজার। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার ৩৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৮৩ জনের। 

একই সময়ে ইতালিতে আক্রান্ত ৪১ হাজার ৭০৩ জন এবং মৃত্যু ৮১ জনের। 

ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৬১০ জন এবং মৃত ১০২ জন। 

তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৬২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৫৫৫ জন। 

ফ্রান্সে আক্রান্ত ৬৩ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। একই সময়ে হাঙ্গেরিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি