ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কোভিড: মৃত্যু নেই, শনাক্ত ১৫ জনের ১৩ জনই ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৫ ডিসেম্বর ২০২২

দেশে গত এক দিনে আরও ১৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ১৩ জনই ঢাকা জেলার বাসিন্দা।

ঢাকার বাইরে কেবল সিলেট জেলায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে এই সময়ে; দেশের বাকি ৬২ জেলায় আর কারও মধ্যে সংক্রমণ ধরা পড়েনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করে এই ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়। এই সময়ে মৃত্যু হয়নি কারও।

তাতে দিনে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ০ দশমিক ৪৪ শতাংশে। আগে রদিন এই হার ০ দশমিক ৭৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৮৮১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৭ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৬০৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি