ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: বিশ্বে আরও ৬৮১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৭২৪ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৬৪ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৮৯৭ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ২১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন এবং মারা গেছেন ২৮ জন। ফ্রান্সে মৃত্যু না থাকলেও আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছেন ৫৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ২২ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ৪০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৭১ হাজার ১৯৬ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ২৩ হাজার ৩৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি