ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কোভিড: বিশ্বে আরও ৯৩৬ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ২৮ জানুয়ারি ২০২৩

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫৪ জন।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮১ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৫৫ জন এবং মারা গেছেন ১০১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৫৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৬৯০ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ৬২৬ জন।

এমএম/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি