ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড: বিশ্বে আরও ৫৮৬ মৃত্যু, শীর্ষে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জনের মৃত্যু এবং ৯৬ হাজার ৬১৪ জন শনাক্ত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কোভিডের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যু সবচেয়ে বেশি ৯৪ জন ব্রাজিলে।

এছাড়া জাপানে মৃত্যু ৮৩ জন এবং আক্রান্ত ৬ হাজার ৫১২ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭৩ জন এবং আক্রান্ত ৮ হাজার ৯২২ জন। তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৪৩২ জন। মেক্সিকোতে আক্রান্ত ৩ হাজার ৮৭০ এবং মৃত্যু ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৪৩৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৯৭ হাজার ১৬১ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি