ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক দিনে দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় ৫০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১১ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় ভারতের রাজধানী দিল্লিতে ৪৮৪টি নতুন করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৫৮ শতাংশে। দেশটির সরকারি বিবৃতি এ খবর জানানো হয়েছে।

দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত বলে পরীক্ষায় দেখা গিয়েছে। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

দিল্লির নতুন কোভিড আক্রান্তদের ৯৮ শতাংশই করোনার এক্সবিবি.১.১৬ উপরূপে আক্রান্ত। 

প্রসঙ্গত, দিল্লিতে সংক্রমণের হাত গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। কোভিডের নতুন সংক্রমণে দিল্লিতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দিল্লির পাশাপাশি ভারত জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে বলে জানাচ্ছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি