ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে আরও ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৩০ মে ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে ১০৮ জন ঢাকা মহানগর, ১ জন নারায়নগঞ্জ, ১ জন জামালপুর, ১ জন রাজশাহী, ১ জন রংপুর এবং ২ জন সিলেট জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ২৯ হাজার ৪৪৬ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৮২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ৬২৪৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

সূত্র: বাসস
এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি