ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ১৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকালও একজনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে  মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫১ জনের। সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। 

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৪ শতাংশ।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি