ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৮ জুন ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ২ পুরুষের মধ্য ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছর ও অপর জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। মৃত একজন ঢাকা ও অপরজন চট্টগ্রামের  বাসিন্দা। এ সময়ে আরও ২৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

শনাক্তদের মধ্যে ২১৮ জন ঢাকা মহানগর, ১ জন ফরিদপুর, ১জন নারায়নগঞ্জ, ২ জন ময়মনসিংহ, ১ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার, ১ জন বগুড়া, ১ জন ভোলা এবং ৪ জন সিলেট জেলার বাসিন্দা রয়েছেন। 

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২৯৭২ টি নমুনা সংগ্রহ ও ২৯৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি