ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশে আরও ১৫৩ জনের শরীরে করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
এদের মধ্যে ১৪৩ জন ঢাকা মহানগর, ১ জন গাজীপুর, ১ জন নারায়নগঞ্জ, ২ জন চট্টগ্রাম এবং ২ জন কক্সবাজার, ১ জন রাজশাহী, ২ জন দিনাজপুর ও ১ জন বরিশাল জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪৭ টি নমুনা সংগ্রহ ও ১৬৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৪৫২ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি