ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ৩৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪

গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৩ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৪০৭ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৪৮৪ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩২ জনই ঢাকার রোগী। এছাড়া কক্সবাজার ও পাবনা জেলার একজন করে রোগী আছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক শূন্য ২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ। বাসস

এমএম//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি